মাঝবয়সী শীতের হাতে ফস্কা গেরো,
নিম্নচাপে মেঘলা হাওয়ার ঝঞ্ঝা বানী।
বৃষ্টি-শীতের কাটুম কুটুম, প্রানটা গেলো,
কন্ঠদেশে টনসিলের ঐ টনটনানি।
গলার ভেতর গরমা গরম লবন পানি,
ঘুমটা গেছে ঘোমটা মাথায় পাশের পাড়ায়।
কপাল জুড়ে দে বুলিয়ে ঠান্ডা মলম,
তোর গালেতে গাল লাগিয়ে প্রানটা জুড়ায়।
চান ঘরেতে, গরম জলের ভোর কুয়াশা,
কেমনি করে আমার এত রাখিস খেয়াল?
হাত বাড়ালেই হাতের মুঠোয় স্বর্গ যেন,
বুকের মাঝে আঁকড়ে ধরিস, মনটা মাতাল।
এর মাঝে ফের হুড়মুড়িয়ে ঠান্ডা এলো,
খেজুর রসে ডুব দিয়ে মৌমাছির মরণ।
নলেন গুড়ের গন্ধে, ফিকে আতর লাগে,
চিতৈ পিঠে, ঝোলা গুড়ের যুগল মিলন।
শীতের রঙে ফর্সা গাল ঐ লজ্জা রাঙা,
সোহাগ যেন ধরছে না আর চোখের পাতায়।
শীতঘুমেরই আমেজ আবার লাগছে দেখো,
লেপের তলায় ফের কটা দিন ভালবাসায়।