আশার আশা
মনের বাসা
জিয়ন কাঠি
উলটে আসা।
নয়ন ভাসা
প্রানের ভাষা
বুঝতে গিয়ে
কান্না হাসা।
জীবন পাশা
সর্ব নাশা
হেরে গিয়েও
হাসছো খাসা।
গরীব চাষা
বারো মাস্যা
খালি পেটেও
লাঙ্গল চষা।
করছে গোসা
সব ছাপোষা
দেখো গিয়ে
হাঁড়ির দশা।
রাজার নেশা
হোক তামাশা
বাক্স বন্দী
ভোটের ভাষা।
ফিরবে দশা
নেই ভরসা
বাঘের ঘরে
ঘোগের বাসা!