ছেড়ে দে আমার হাত।
কেন শুধু শুধু,
হাজার অবাক কথা,
এতদিন পর, এক লহমায় বলা,
ঘুন ধরা ভেজা কাঠে আগুন জালিয়ে,
তামাদি, হলদে হওয়া ভালবাসা ভালবাসা খেলা।
ছেড়ে দে আমার হাত।
বাঁচাটা এখন,
জীবন্ত রেলের লাইনে,
সর্বশেষ সময় সারণী ছাড়া,
দানা খুঁটে যাওয়া, পরিযায়ী পাখির মতন।
জানিনা কখন, আসবে ওড়ার তাড়া।
ছেড়ে দে আমার হাত।
বহুকাল হল,
পেরিয়ে এসেছি সেই
সোনালি রৌদ্র মাখা পথ,
আমের বাগানে, মৃদু মন্দ হাসি,
গুনগুন করে গাওয়া গানেতে শপথ।
ছেড়ে দে আমার হাত।
মিছেই হঠাত,
মন খারাপের দিন,
কেন খালি ফিরে ফিরে আসে,
গোলাপি ঠোঁটের সেই বোরোলীন স্বাদ,
ঢাকা পড়ে গেছে, এঁঠো সুগন্ধী লিপস্টিক বেশে।
ছেড়ে দে আমার হাত।
হলনা এবার।
আবার কখনো যদি ভালবাসি,
যদি ফের এক হই কিশোর বয়সে,
ধরিস আমার হাত, হৃদয় জড়িয়ে, তাড়াতাড়ি।
বাঁচব আসল বাঁচা দুজনাতে মিলে অবশেষে।