এল এ কোন দিন, বড় রক্ত কালো দিন
হায় রে ধরা, এমন পারা, এমন হৃদয়হীন?
কেমন করে করতে পারে মানুষ এমন কাজ?
মানুষ বলা একদম ভুল, এরা নর পিশাচ।
ফুলের মতন শিশুর পরে, অস্ত্র নিয়ে হামলা করে
ফুলগুলি সব লুটিয়ে পড়ে, শিউরে উঠি আজ।
এরা নর পিশাচ।
কাঁদছে বাবা মা, মরছে বাবা মা,
ছোট্ট সোনা বুকের মাঝে, ডাকবে না আর মা,
রক্তে রাঙ্গা কোমল কলি, কেমন করে বিঁধল গুলি,
উপরওয়ালা কোথায় গেলি, এ কোন জমানা?
কার অভিশাপ এমন তর, করল এমন ধ্বংস বড়,
শুনল যে জন হল জড়, হৃদয় জুড়ে বাজ,
এরা নর পিশাচ।
হল আঁধার কালো মন, বড় অন্ধকার এই ক্ষণ।
দুর্বার রাগ মনটা জুড়ে, ভিজে চোখের কোন।
কলঙ্কময় মানবতা, পৃথ্বী ভরা নীরবতা,
ভরবে কবে বুকের ব্যথা, উথাল পাথাল মন।
অভূতপূর্ব সন্ত্রাসেতেও, ভয় পাবো না আমরা মোটেও
দুঃখটাকে আগলে রেখেও, ভাঙব এদের তাজ।
এরা নর পিশাচ।