সেদিন মাধবিলতা, চমকে তাকিয়েছিল, তব মুখ পানে,
বড় বেশি বাঙময় ছিল, আমাদের নীরব কথোপকথন।
প্রায় চেঁচামেচি, শোরগোল মত।
কত তারা এসেছিল নেমে, থাকবে সাক্ষী বলে,
গান গেয়েছিল, নেচেছিল হাত ধরে ধরে।
রাতপাখীটা, সব ভুলে সেজেছিল, নিত বৌ হবার আশায়।
বকফুল গাছের পাতায়, জোনাকিরা জেগেছে বাসর।
তোমার অবগুণ্ঠনে, লজ্জায় হয়েছিল লাল, রাতের কুয়াশা।
রজনীগন্ধা, সুবাস ছড়ানো ভুলে, চেয়ে চেয়ে দেখেছিল
তোমার মধুর হাসি।
অগ্নিশিখারা যত, ঢলে ঢলে পড়েছিল, একে অন্যের গায়ে,
যুবতী মেয়ের মত, কোন এক চটুল কথায়।
ঝিঁঝিঁ পোকার দল, দুহাত নাড়িয়ে,
গেয়েছিল প্রেমের সঙ্গীত।
মুগ্ধতা নিয়ে, বেঁচেছিনু তোমাতে আমাতে
হাতে হাত রেখে, একাত্ম হয়ে, ভালবেসে।
এতশত শেষে, ভোরের আলোক ধারে,
ভাঙ্গে ঘুম হায়,
পড়ে আছি আলুথালু, সবি তো আগের মত
তুমি যে কোথায়……