বিমুগ্ধ প্রেম মোর, হৃদয়ের পরছায়া থেকে,
কবে যে ছিনিয়ে নিবি, শতাব্দীর ফুটন্ত গোলাপ।
গোপন পাহাড়ীতে, ঝর্না হারাতে চায়,
সহস্র রূপালী রোদ, বাঁশপাতা ঝুড়ি ঝুড়ি
লুকায় অশ্রুজল, নরম পঙ্কিল পাঁক মেখে,
তোমার পায়ের ছাপ বুকে নিয়ে,
জ্বলে শুধু আলেয়ার আলো।
আকাশের অশ্রুধারা, চুলচেরা বিচার
করেনি কখনো।
তোমার চোখের কোণে শিশির হয়েছে,
তবুও পড়েনি ঝরে।
সুগন্ধি বাতাস আজ বাতায়নে বসেছিল, কারো প্রতীক্ষায়।
নুড়ি পাথরের ভিড়ে, চঞ্চল হরিণীর দল, চিবুক উঁচায়ে,
ভেসেছিলো অনাবিল সুখ আস্বাদনে।
শতাব্দির ফুটন্ত গোলাপ, অবশেষে ফুটবে কি?
নিয়ে অভিশাপ এবং ওষ্ঠ ছোঁয়া স্বপন সুনীল…