আমি আসব তোমার ঘরে,
দিনের শেষে, সূর্য মেশে,
দিগন্ত প্রান্তরে,
ফিরে আসব তোমার ঘরে।
ভোর বেলাতে সকল সাথে,
কাটল সময় দশ খেলাতে,
করনু হেলা, বাড়ল বেলা,
বিদ্যা হল নারে,
সাঁঝে আসব তোমার ঘরে।
কর্ম ব্যাস্ত দুপুর কালে,
ঘরের কথা গেলাম ভুলে,
অন্ধ মনে, প্রিয়ার সনে,
বদ্ধ কর্ম ভারে।
তবু আসব তোমার ঘরে।
বিকেল বেলার মন খারাপে,
দায়িত্ব সব রাখল চাপে,
হিসেব যত, সাধ্য মত,
মিললো কিন্তু নারে।
আজি আসব তোমার ঘরে।
আঁধার কালো সন্ধ্যা বেলায়,
কর্মহীন এই জীবন খেলায়,
দিনের শেষে, অবশেষে
তোমায় মনে পড়ে।
ফিরে আসছি নিজের ঘরে।
জীবদ্দশার এই চারবেলা,
বুঝতে বোঝাতে শেষ হয় খেলা,
কতই স্বল্প, জীবন গল্প
বোঝ হে জীবনটারে।
শেষে আসছি আপন ঘরে।