পড়ছে রে শীত বঙ্গ তে
হিমেল হাওয়ার সঙ্গতে
পশম চাদর মাফলারে
মাংকি ক্যাপের ঘাপলা রে
দাঁত কনকন কুলকুচি
নতুন আলুর দম লুচি
উষ্ণ আদর পলকা রোদ
ঠান্ডা জলে শংকাবোধ
পায়ের খড়ি গায়ের তেল
চা চাপানোর কলিং বেল
ফুরুত বিকেল ঝুপ আঁধার
আনমনা চাল নদীর পাড়
ঘুগনি লিকার আড্ডাবাজ
চপ বেগুনি, ফালতু কাজ
কমলা লেবু চিড়িয়া ঘর
ঘাসের নরম, লাল চাদর
হল্লা খুশির আসছে দিন
উদোম ভোজের শাম রঙ্গিন
পিঠে ভাজার ছ্যাঁক ছোঁকে
নলেন গুড়ের বাস ঢোকে
শীতের সবজি শিশির ভোর
সবুজ পালং লাল গাজর
প্ল্যান হয়ে যাক পিকনিকের
নিকট বা দূর, চার দিকের
জমুক ঠান্ডা পড়ুক শীত
দাঁত ঠকঠক স্নানের গীত
নানান রকম রঙ্গ তে
পড়ছে রে শীত বঙ্গতে।