কহ হে শ্রীমান, করি আস্নান, সাঁটাইয়া ভাত ও মৎস
মাঞ্জা টি মারি পাঞ্জাবি পরি, চলিলে কোথায় বৎস?
বিদ্যাভ্যাস ভুলিয়াছ কবে,
বেশ ভূষা কহে মর্কটই হবে
কেশ কর্তন ভূতের মতন লাগিতেছে বীভৎস।
ইও ইও পাপা ইওর বুড়াপা কেইম অলরেডি জানি,
আমি গাগা ফ্যান, তুমি ওল্ড ম্যান, ডু নট ডু হয়রানি।
থিংকিং আজ বইমেলা যাব
রোটেটিং কিছু টাইম কাটাব
পোকিয়ো না নোজ, তুমি হর রোজ, প্ল্যানে ঢেলো নাতো পানি।
হা রে পাষন্ড, রে অপগন্ড, যাইবি কি বইমেলা?
করিবি কি হোথা, ও রে মাথাব্যথা, খাইবি পক্ক কেলা?
পুস্তক হতে রহ বহু দূরে
গীত গাও তাও ইংরাজি সুরে
পড়িতে বাংলা দন্তে হামলা, পাইয়াছো ছেলেখেলা?
ভাটিও না আর ও মাই ফাদার আই নো মেলার ওই,
ফিশ ফ্রাই খাও, চিল করে যাও, খুব করো হৈ চৈ।
খ্যাচ খ্যাচ তোল ফোটো সেলফিতে
ফ্রেন্ডের ঘাড় ভেঙে খাও ফ্রিতে
যত জন যায়, এ বইমেলায়, কটা লোক কেনে বই?