কবে ছিঁড়ে গেছে তার
বিচ্ছিন্ন হয়েছি বহুদিন
আবহ বদলে গেছে, কবে বুঝি
হয়েছি প্রাচীন।
তবুও ধুলোয় ভরা ফোটোফ্রেম
করিয়েছে মনে
কিছু স্মৃতি বুকে থাকে,
গাঢ় হয়ে, শত অযতনে।
ফুল বোঝে, মালা বোঝে, শুষ্কতার ঋণ
করে শোধ
সুবাস জড়িয়ে থাকে
স্মৃতির সাথেই ওতপ্রোত।
সময়ের হাত ধরে
চিরদিনই বদলায় শুধু মুখ গুলো
দেয়ালের ছবি, মালা, নত মুখ, জোড় হাত।
ফোটোফ্রেমে ধুলো।