ঝন ঝন, কাঁচ গেল, গেল ওই জানালা
মিলিটারি বুড়ো বুঝি করে বার দোনালা।
ছুটির দুপুর চলে গলি জুড়ে সন্ত্রাস
তিন কাঠি ফাটাফাটি ছেলে পুলে বিন্দাস।
বখাটে ছোঁড়ার দল করে শুধু চিৎকার
ব্যাটিং বোলিং চলে, হার কার জিত কার।
আম্পায়ারিং করে হাত ভেঙে নন্তে
বাকি সব ওঁৎ পাতে মারা বল আনতে।
লাগলে দেয়ালে সোজা রান ওঠে ছক্কা
উড়িয়ে মারলে পরে ব্যাটিংয়ের অক্কা।
চার রান হবে যদি গড়িয়ে দেয়াল টাচ
হও যত ওস্তাদ তবুও ভাঙবে কাঁচ।
নিয়ম আরো তো আছে অলিখিত যদাপি
টিকলির ঘরে বল যায় যদি কদাপি।
আনতে দেবুই যাবে, টিকলির গাল লাল
তুষার, পুতুল হলে, বল আনে চিরকাল।
সবাই শচীন দেখি লালু কালু জগ্গা
পাড়ার ক্রিকেট বাওয়া, কোর না অবজ্ঞা।
আওয়াজ দিও না মোটে কোরো না ও কর্ম
ক্রিকেট পরম প্রিয়, ক্রিকেটই তো ধর্ম।