কেন রে এমনটা, যা
আমি বুঝি কেউ বোঝে না,
যে স্বাদে পাগল আমি,
কারো মুখে তা রোচে না।
যা লাগে বেজায় ভালো
কেন লোকে মন্দ বলে,
যে লেখার ভক্ত আমি ,
ছোঁড়ে সব তা অনলে।
যদি আমি উত্তরে যাই
দেখি সব দখিন গামী,
সকলে উপরি খোঁজে
আসল খুঁজে মরছি আমি।
মনে আমার সর্বদা ভাই
দামী দামী ভাবনা জোটে
মাছ কেন হয় না ডাঙ্গায়
ফুল কেন গাছেই ফোটে।
ভোর কেন পূব আকাশে
শীত কাটে লেপ কাঁথাতে,
গরীব কেন থাকবে উপোশ
প্যাঁচা কেন জাগবে রাতে।
কত আছে দরকারি কাজ
আমের ডালে পিঁপড়ে খোঁজা,
ফুলের ওপর মৌমাছি নাচ
রাজহাঁসের ডুবকি বোঝা।
সেসব ফেলে সবাই দেখি
ছুটছে কেবল কচ্ছ খুলে,
সবাই পাগল এই দুনিয়ায়
আমায় শুধু পাগল বলে।
আমি বাপু ভালোই আছি
বেড়াই খুঁজে তারার আলো,
সৃষ্টিছাড়া এই দুনিয়ায়
পাগল হয়ে বাঁচাই ভাল।