ইঙ্গিত বোঝে কি মন, ইঙ্গিত বোঝে কি দেহলতা?
ফুলেরা অনাঘ্রাত, বাকি পড়া কত যে কবিতা।
রাস্তা অজানা থাকে, বহু তারা অদেখাই রয়,
সময়ের হাত ধরে চার বেলা নিমেষে ফুরোয়।
কখন ভাঙবে ঘোর, চেতনার জাগবে পিনাকী
ইড়া পিঙ্গলা হয়ে নবদ্বার বুঝে নেওয়া বাকি,
অবুঝ রহস্য মায়া, সৃষ্টি বিনাশ লাগাতার
আপনার সাথে বসা তাও বুঝি হল না এবার।
নিজেকে খুঁজতে গিয়ে তাঁকে খোঁজা কবে হল শুরু,
শান্তির ছোঁয়া পেতে আতর না লাগাবে অগুরু।
অবাক সফর এক, জিজ্ঞাসা রোজ হানে বাজ
ভালো বা মন্দ বোঝা, খুব কি সহজ এই কাজ?
কোথাও ওমের ছায়া, কোথাও নবীর দরবার,
কর্মমুখর দিন শেষে চাই শান্তি সবার।
সবাই আরাম প্রিয়, পথে যে ক্লান্তি বড় বেশী
রাস্তা আলাদা তবু শেষ ঠাঁই না জানা সে দেশই।
যুক্তি ফুরিয়ে গেলে উক্তির আলো লাগে মনে
বাইরে দ্যাখন হাসি তোলপাড় চলেছে গোপনে।
বিজ্ঞান হলে শেষ বিশ্বাস এসে ধরে হাত,
উত্তর মিলে গেলে আসবে কি অচেনা প্রভাত?