হঠাৎ করে প্রেম পেয়েছে অক্টোপাশের খোকার,
কোরাল রীফে গুছিয়ে বসে খেলছিল বেশ পোকার।
বিজলি ঈলের কন্যা তখন যাচ্ছিল লেজ নেড়ে
অক্টো কুমার পটাং করে দিয়েছে চোখ মেরে।
দুই শুঁড়ে সে করলে ইয়ো এক শুঁড়ে দেয় কিস
পঞ্চ শুঁড়ে দাঁড়িয়ে বলে, ইলু ও ঈল ফিশ।
তাইনা দেখে বিজলি ঈলের কন্যা ক্ষেপে লাল
"বিগড়ে দেব থোবড়া ত্যাঁদড়, বিগড়ে দেব চাল।
চক্ষু মারিস রাস্তাঘাটে, নেই ঘরে মা বোন?
আয় না কাছে, কারেন্ট মেরে পাঠাবো লন্ডন।"
সেই থেকে খুব মন খারাপে ভুগছে অক্টো খোকা
স্টিং-রে তাকে সান্ত্বনা দেয়, "কি হয়েছে বোকা?
তোর সাথে ঠিক ভিড়িয়ে দেব টুনা ফিশের মেয়ে
ম্যাট্রিমনির এড দিয়েছি, আসছে টুনা ধেয়ে।
যা বাছা তুই খ্যাল গে পোকার আটখানা শুঁড় মেলে"
তাই না শুনে ফুটল হাসি বোম্বেটে সেই ছেলের।
ভাবছ কি ঢপ? দেখে এলুম, দিচ্ছি নাহে ধোঁকা
মালদ্বীপের ওই কোরাল রীফে অক্টোপাশের খোকা।