চৈত্র চলিয়া গেল আসিল বৈশাখ
বর্ষ ছাড়িয়া যায় করি হাঁকডাক।
বেদনা বড়ই যত রমণীর চিতে
সাঙ্গ খেল চৈত্র সেল বস্ত্র বিপনীতে।
সেই সুখে পুরুষের স্ফূর্তি নাহি ধরে
বাঁচে মালকড়ি মস্তি করিবার তরে।
চলিতেছে আই পি এল, ক্রিকেটের ঢেউ
দল গুনে চার ছয়, বল গুনে কেউ।
তাহা সাথে দেশ জুড়ি ভোট রঙ্গ চলে
কে কত মারিবে ঢপ ভাবিছে সকলে।
ভোটার পটাইবার ফন্দি আঁটে খালি
প্রলুব্ধ করিছে কেহ, কেহ বকে গালি।
কতিপয় সুন্দরীও ছাড়িয়া সিনেমা
তেড়ে করে ভোট ভিক্ষা, 'আমারেই দে মা'।
হাঁদা করে আস্ফালন ভোঁদা কহে ছি ছি
গন্ডমূর্খ কহে 'বিপ' সব কটা নীচ ই।
নববর্ষ আসে সাজি বিবিধ মালায়
ছাব্বিশে দিয়াছি পা, পঁচিশ পালায়।
সকলের তরে আসে না-খোলা এ চিঠি
খুলিলে পাইবে স্বাদ খাট্টি বা মিঠি।
পাইবে বছর জুড়ি কত না খবর
যুবকেরা বউ পাবে যুবতীরা বর।
কেউ বা করিবে টাটা, কারো ঘরে শিশু
দই খাবে নেপো আর ঝাড় খাবে বিশু।
এমনি করিয়া যাইবে আরেকটি বছর
কাটিবে দিবস মাস, না হবে গোচর।
চাহি তাই নয়া সাল খুশি খুশি যায়
থাকো হর্ষে নববর্ষে, অনুপ্রেরনায়...