নিত্যবাবুর ভৃত্য গেল
সত্যবুড়োর কাছে
বললে গিয়ে হামবড়া ফল
যায় পাওয়া কোন গাছে?
তাইনা শুনে সত্যবুড়ো
নেত্য করার ফাঁকে
উটকো মত শুঁটকো ঘোড়ার
নস্যি গোঁজেন নাকে।
ঘোড়ার হাঁচি গোমড়া চাচি
শুনেই করে তাড়া
হস্তে ঝাড়ু এইসা বড়
সাত পাকে পাঁচ পাড়া।
সেই তাড়াতে মধ্য রাতে
চমকে পেয়ে ভয়
নিত্যবাবুর ভৃত্য ছাদে
উল্টো হয়ে রয়।
শীর্ষাসনে কর্ণ ধরে
করলে কপালভাঁতি
পৌনে বারোর নামতা হাঁকে
ফুলিয়ে গাল আর ছাতি।
তাইনা দেখে সত্যবুড়ো
বললে মেরে চাঁটা
হামবড়া ফল খুব ফলেছে
যা বাছা তুই বাটা।
পাড়লে বাপু ট্যাস্কো নেবে
মস্করা নয় মোটে
হামবড়া ফল নিত্য পেলে
ঠিক দাঁড়াবে ভোটে।