নিদাঘের বিকেলেতে
আওয়ারা ভাবনা আসে মনে,
বেসুরো গানের কলি নিতে পারে খবরাখবর,
জোছনা হারিয়ে ফেলা চাঁদ আর তারাদের
নিবিড় গোপনে।
খাপছাড়া দিন শেষে
ধীরে ধীরে ভুলে যাই সোনালী সকাল,
কেইবা সে সব মনে রাখে,
যে' সব হারিয়ে গেছে, যে' সব ফুরিয়ে গেছে
এলোমেলো সময়ের বাঁকে।
এখন যাপন শুধু
ঘামে ভেজা দিন কিছু, এখন জীবন একাকার,
অধুরা স্বপ্ন লাগে ফেলে আসা রুমানি আঁধার।
তারই মাঝে হঠাৎ কখন
আকাশে ভরেছে দেখি অসময় মেঘ,
হঠাৎ বৃষ্টি এলো ঝেঁপে।
ভেজা মন ভেজা চোখ, অচেনা পুরনো লোক!
জীবন দেয় কি কিছু মেপে?