নীরব বিচ্ছিন্ন দ্বীপে এখন হয়েছে বসবাস
যেখানে রাস্তাঘাটে কবিতার ছেঁড়াপাতা ওড়ে,
জীর্ণ আস্তিন জুড়ে উদাসীন স্মৃতির আভাস
চোরা অভিমান ভেজে বেহিসাবি কাদামাখা ভোরে।
এখানে আকাশ ভরা পোয়াতি মেঘের কোলাহল
নিভু নিভু আগুনেতে পেলব আঁচের প্রেমগাঁথা,
এখানে বৃষ্টি কাঁদে, শীতল বাতাস করে ছল
নিরালা দুপুর করে বকুলগন্ধি কথকতা।
ফুরনো পায়ের ছাপে জমা জলে টিপ টিপ ফোঁটা
এখনো এখানে ঝরে, আবছা গোধূলি সুনসান,
বিরহী সন্ধ্যাতারা ক্ষয়ে ক্ষয়ে রাত হয়ে ওঠা
অবিরাম দেখে যায় ভাঙ্গা ঘর একলা উঠান।
চারিদিকে কোলাহল বড় ভীড় ধোঁয়াটে আকাশ,
নীরব বিচ্ছিন্ন দ্বীপে কেটে যায় সোঁদা পরবাস।