আজকে তোমার দিন
আজ শুধু তোমাদের কথা,
কত ভালো ভালো ভাষা, সারাদিন হাসি হাসি মুখ
দেখানো আবেগ কত, উপচানো কত আকুলতা।
বলে নাকি তোমারি এ দিন
সাজানো গোছানো বেশ, ফুলমালা,
শুভেচ্ছা রঙিন।
আমাকে বোঝাতে পারো কোনদিন তোমাদের নয়?
আলো ভাঙা ভোর থেকে, পেঁচার উড়ান
আগুনে উনুন হোক হোক অফিসের কলতান।
সব কিছু সামলিয়ে, রক্ত ও ঘাম দিয়ে
কেনা দিন তোমাদেরই হয়।
আজীবন খেটে চলা, দু দন্ড সময় নেই
আজীবন শুধু ব্যস্ততা
সারাটা জীবন গেলে, তবু
পদবীটা ‘আশ্রিতা’
অনেক অত্যাচার, পশু কামনার ভার
বয়ে চল, হয়ে চল ক্ষীণ থেকে ক্ষীণ
আজ নাকি তোমাদের দিন…
সত্যি তোমার দিন চাও?
এক হাতে ত্রিশূল তোল, আর হাতে সামলাও নাও।
কিছুটা স্বার্থপর, কিছুটা একলা হতে শেখ
দাও যদি কোন কিছু, মনে করে হিসেবটা রেখো।
কখনো ট্রিগার ধর, বুঝে নাও যত লেন দেন
কখনো আগুন হয়ো কখনো বা বনলতা সেন।
গর্জিয়ে উঠো যেন, নারী নয় প্রতিবাদহীন,
একদিন কেন? পুরো সাল হোক
তোমাদেরই দিন।