বুঝলি পচা, কাল বিকেলে চালতাতলায় দেখি,
এক মুরগি বক্তিমে দেয়, শুনছে বাকি। "সেকি?"
বলচি কি আর , সে বক্তৃতার ভাষাও জ্বালাময়,
শুনলে হবে রক্ত গরম, লাগতে পারে ভয়।
চালতাতলায় নেবু গাছের ডালের ওপর চড়ে
মুরগি নেতা ফুলিয়ে পালক চেঁচায় বিষম জোরে।
বলচে - নাহয় মুরগি হলুম, হলুম বোকা ভাই
তাই বলে সব মানুষ কেন করবে রে খাই খাই?
বলত আগে রাম পাখি আর খেত কালে ভদ্রে
হিংসে করত খাসি পাঁঠা, ওরাই হত বধ রে।
এখন সে সব পালটে গেছে, এখন শুধুই মুরগি
বিশ্ব জুড়ে হচ্ছি জবাই, মাকাউ হোক বা তুর্কি।
ইজ্জত আর নেইকো, হলুম মাছের চেয়েও সস্তা
ঘরের হলেই দাল বরাবর, মিলছি বস্তা বস্তা।
কাবাব খাচ্ছ, ঝলসে খাচ্ছ, খাচ্ছ করে ঝোল
তোমরা ঠেসে তুলচো ঢেঁকুর মুরগি হরিবোল?
তোমরা সাঁটাও বিরিয়ানী আমরা হচ্ছি সাবার
যা ইচ্ছে তাই করবে নাকি, দেশ মানুষের বাবার?
সইব না আর এ অত্যাচার, এবার বিচার চাই,
মুরগি বলেই মুরগি হব, এমনটা নয় ভাই।
ইনকিলাবের মাথায় ঝুঁটি, বিপ্লব চাই এবার
সফেদ চিঠি ইউ এনেতে প্ল্যান করিচি দেবার।
এমন ধারা চলবে না আর হবেই ধম্মঘট,
করব রে ভাই চাক্কা জ্যাম আর ধম্মতলায় জট।
এসব শুনে, বুঝলি পচা, ঘাবড়ে গেলুম খুব,
আজ তো ঘরে মুরগি কষা, খাস না রে, দে ডুব।
"বলচি কাকা, সকাল থেকে শুধু আমায় পেলে?
তোমার কথায় মুরগি হব? আমি তেমন ছেলে?"