সব রিস্তার পরিভাষা বোঝা দায়
নামহীন কিছু মন তবু থাকে মনে,
মুখোশের পিছে বড় চেনা অধ্যায়
কিছু কথা বলে, কিছু বা রাখে গোপনে।
জটিলতা ভোল, চল নবারুণ দেখি
উচ্ছল হাওয়া দিক মুছে যত ভ্রম,
সরল দিনেতে দূরে সরে থাক মেকি
এমনি জীবনে জটিলতা যেন কম!
বহু দিন হল দায়রায় বেঁচে থাকা
ভাঙ্গা মুশকিল, অভ্যেসও এক নেশা,
কাঁচের দেয়াল, মুখে সুখী হাসি মাখা
রক্তের স্রোতে দায়রাতে মেলামেশা।
তবু মাঝে মাঝে বিদ্রোহ হয় মনে
তবু মাঝে মাঝে বানভাসি হই জানি,
তবু মাঝে মাঝে অস্থির কোন ক্ষণে
ভাবি ভাগ্যিস রয়েছে মুখোশ খানি।