গাঙের পাশে কন্যা বসে মুখটা কেন ভার
মেঘ ছুঁই ছুঁই উদাস নয়ন, দৃষ্টি অতল পার।
ও কন্যা রাগ করেছিস ? দুঃখ দিল কে?
দু চোখ জুড়ে মেঘের আভাস, বৃষ্টি পেয়েছে?
কুঁচ বরণ কন্যা রে তোর মেঘ বরণ চুল,
বাদল কালো এই সমাজে কন্যা হওয়াই ভুল।
হাত বাড়ালেই হাসির ফাঁদে লুকনো বেইমানি
খাদ্য ভাবে কন্যা তোকে খাদকের শয়তানি।
অবিশ্বাসের ঘুণ ধরেছে, সর্ষে বাঁচায় ভূত
আগুন জ্বালা কন্যা, জমা নিশ্বাসে বারুদ।
কষ্ট সয়ে আর হবে না ধরবে না কেউ হাত
গাঙের জলে মুখ লুকোলে কাটবে কি এ রাত?
কুঁচ বরণ কন্যা রে বাঁধ মেঘ বরণ চুল
এক হাতে ধর পাপের ঝুঁটি এক হাতে ত্রিশূল।
আছড়িয়ে ফেল শরম হায়া, লাগবে নাতো দোষ
কন্যা রে তুই আজকে না হয় লজ্জাহীনাই হোস।