. বলতে গেলে অনেক কথাই আসে,
তার চেয়ে বরং চুপটি করে থাকি।
‘বলতে হবেই’ শুনলে এ মন হাসে,
বললে পরে পড়বে ধরা ফাঁকি।
আধেক কথা সারা জীবন ধরে,
ভেবেই গেলাম বলতে পারিনি তা।
দরকারও নেই প্রগলভতা করে,
সার বুঝেছি সবই কথার কথা।
রূপকথা কি সবাই নেবে খুঁজে?
চুপকথাদের দেখছি পোয়াবারো।
দিব্যি তো দাও কথার ফাঁকে গুঁজে,
মিষ্টি ছুরি যে কয়খানা পারো।
এককালে যা জীবন মরণ ছিল,
ঘাড় ঘোরালে এখন বাতুলতা।
কথার মিলে হয় কি মনের মিলও,
কথার ফাঁকেও লুকিয়ে কত কথা।
তাই তো কথা সামলে কিছু রেখো,
পালিয়ে যাবার পথটা খোলা চাই।
পালটে মানে ঘুরিয়ে দিলেই দেখো,
ইচ্ছে মতন টাটা ও বাই বাই।