ব্যস্ত সবাই ছুটছে সবাই পাঁচ মিশালী রাস্তা ঘাট
বৃষ্টি হলে থমকে দাঁড়ায় কর্নওয়ালিস গড়িয়াহাট
ঝকঝকে সব দোকানপাটে হাতছানি দেয় ইচ্ছেরা
খায়েশ চেপে ফিরছে শহর, ক্লান্তি শুষে নিচ্ছে রাত
সাঁঝ বাতিরা দিন করেছে, কই গেল ল্যাম্পপোস্ট ও ডুম
গলির পাঁজর জীর্ণ দেয়াল, রাজপথে নাচ অন্ধাধুন
শহরটা কি বদলে গেল বদলে গেল কলেজ স্ট্রিট
অর্ধ মাতাল ডিগবাজি খায়, অবোধ প্রবোধ সুপার হিট
হাওড়া ব্রীজে পাগল চড়ে ছাগল চরে ময়দানে
লবন হ্রদে দ্বীপের বাহার ঘুন ধরা রাত শয়তানের
ধর্মতলায় চর্ম বেচে, বর্মে ঢাকা সবার চোখ
বাইছে মানুষ চাইছে মানুষ মন্দ বোঝার বুদ্ধি হোক
শহরখানা বদলে গেছে, বদলে যেমন যায় তারিখ
তাও তো আছে আগের মতই বৃষ্টি রাত আর তিন শালিখ
ঠিক তেমনি উদাস হাওয়া ঠিক তেমনি চাঁদ ওঠে
মাতাল করা সুন্দরীরা তাকায় কেমন লাল ঠোঁটে।
জল চুপচুপ রাস্তাঘাট আর পাড়ার চায়ে হাফ চুমুক
এক রোয়াকে ছয় জনা, প্রেম আড্ডা গালি গানের সুখ
যেমনই হোক নিজের শহর তারকাটা বা জমকালো
কাঁদতে পারে হাসতে পারে বাসতে পারে খুব ভালো।