তীব্র আশ্লেষে যবে গলে যায় আকুল সময়
রাত গলে সাথ গলে, আর গলে সামাজিক ভয়,
চোখের পলকে ঢাকা
ধূসর স্মৃতি বলাকা
কখনো সে সব কথা মনে হয়, খুব মনে হয়।
ঘড়ি গলে, গলে যায় ঘন্টা ও মিনিটের কাঁটা,
কখনো জোয়ার গলে, কখনো বা গলে যায় ভাঁটা,
কখনো হৃদয় গলে
ভাসায় চোখের জলে
ফুলের সুবাস গলে, রয়ে যায় রুক্ষতায় হাঁটা।
হঠাৎ সামনে এলে গলে যায় পাষান নয়ন
সময় থমকে গেলে, লাগে ভুল তাবৎ চয়ন,
দু চোখে স্বপ্ন কাঁচা
পরীর ডানায় বাঁচা
হাতে হাত ছুঁয়ে গেলে, গলে যায় পরিযায়ী মন।