নিয়তই ফিরে ফিরে আসি
কবিতার খোঁজে।
অলিগলি এ মনের,
মাঝে মাঝে করে হাহুতাশ
সূক্ষ্ম মায়ার খেলা ছুঁয়ে থাকে কথার আভাস।
দু দন্ড বিশ্রাম শেষে
মুসাফির, ফের পরবাসী,
ফিরে ফিরে আসি।
না বলা কথার ঝাঁক
এই খানে খুঁজে পাই আমি,
সবাই গোপন চিনি, সবাই কোথাও এসে থামি।
অগোচরে জমা করি
অকিঞ্চিৎকর খেলো স্মৃতিরাশি।
ফিরে ফিরে আসি।
কবিতা অলীক বোঝে,
কবিতায় রূপকথা, মায়া
কবিতায় ভোর হয়, কবিতায় নিদাঘের ছায়া।
যাপিত কবিতা কাল
বেঁচে থাকি, তাই ভালোবাসি
সুনীল নেশার টানে বার বার
ফিরে ফিরে আসি।