কখনো ক্লান্তি নিয়ে
সন্ধ্যাতারার ছায়া
খেলা করে পেছনের বিলে।
আকাশও ক্লান্ত বুঝি
নীলিমায় মিশে থেকে জিরোবার শখ।
দু এক পশলা বৃষ্টি,
তাও এল ক্লান্তিই ছুঁয়ে। বেশরম।
এমন সময়ে নাকি
পিছুটান ভুলে, বেরিয়ে পরাই ভাল
ওপারের খোঁজে।

ওপারে পাখির ভিড়,
ওপারে ঝিলিক দেয়া রোদ
ওপারে জোছনা নাকি
দুধে ধোয়া, তরল তরল।
ওপারে কিশোরী রাত
অশথের পাতা ছুঁয়ে আসে
ওপারে কুয়াশা ওড়ে
ধানের শরীরে
ওপারে শান্তি বড়
শেষরাতে ঘুমের মতন।

এপারে হিংসে শুধু,
এপারে বড়ই কোলাহল, বড় পিছুটান।
এপারে ক্লান্ত হয়ে
নিজেকে গুটিয়ে নিলে,
বাকি পড়ে থাকে অভিমান।

কুঠরী আবদ্ধ প্রাণ,
সেও যে ক্লান্তি খোঁজে শেষে,
সেও বুঝি খোঁজে নির্বাণ।