দম চাপা রাত দিন
বলব কি, বাদ দিন
তিতকুটে যেন কাঁচা উচ্ছে
করে প্রাণ ছটফট
কি আজব সংকট
আগুন লেগেছে যেন পুচ্ছে
দরজার বাইরে
দাঁত খিঁচে দাঁইড়ে
আছে বুঝি মৃত্যুর শঙ্কা
যে যেখানে আটকে
ছয় হো বা ষাটকে
পেয়ে ভয় গাঁথে লেবু লঙ্কা
দেশজুড়ে হৈ চৈ
বাঁচবার পথ কৈ
খোঁজে সব পাশুপাত অস্ত্র
এ মারণ ভাইরাস
হায় কবে পায় রাশ
ভেবে ভেবে দুনিয়াটা ত্রস্ত
কাটে তবু আমিরের
খেয়ে মাল দামি রে
গরিবের এল বড় দুর্দিন
রোজগার বন্ধ
পেটে ক্ষিদে অন্ধ
ভিক্ষা ও দানে ক্ষুধা পূর্তি
পরিযায়ী ভৃত্য
কেঁদে ওঠে চিত্ত
দেশে কাঁদে ভুখা পরিবারটা
যোগাযোগ থমকে
কাটে রাত চমকে
ডাকে গাঁওয়ে বুড়ো চোখ চারটা
নেই টাকা পয়সা
ভূখ আর ভয় সার
আছে জেদ পূরণের তেষ্টা
রাজ পথ দুর্গম
রুখবে কে, কার দম
পায়ে হেঁটে মেপে ফেলে দেশটা
কিছু ফেরে, ফেরে না
জেদ তবু ছেঁড়ে না
শুকনো রুটিতে ঢাকে রেলটা
ক' মাইল লাইনে
কিনে মদ আইনে
নেশা করে জমে দেশে খেলটা
গাঁয়ে, সিটি টাউনে
এই লক ডাউনে
কতই না দিয়ে গেল শিক্ষা
প্রকৃতি মেরেছে টান
ভাবছিলে ভগবান?
কর তবে আজ প্রাণ ভিক্ষা।