যদিও আসে না কেউ
তবুও জানিয়ে রাখা ভালো,
এ সময় দিনগুলো বড় বেশি সবুজ সবুজ।
এখন লেবুর বনে কাঁটা কম ফুল ফোটে বেশি
অসুখী ছবির মেলা, লাল নীল, হরেক রকম।
বেগানা দুপুর ছেনে খুঁজে নিই আয়েশী আবেগ,
আমরা সাথেই থাকি
রাত দিন আলোক বছর।
যদিও আসে না কেউ
আমরা হৃদয় মেলে রাখি
যেমনটা মেলা থাকে মাঠ জুড়ে গালিচা সবুজ।
পাতা ডোবা ঘাস আর মাটির গন্ধ বেশুমার।
অনায়াস ঠোঁট রাখি আমরা নীরব সন্ধ্যাতে,
মোমের পুতুল গড়ি
শব্দের, নরম পেলব।
যদিও আসে না কেউ
দোষ দেওয়া বেঠিক তবুও।
হয় তো কারণ থাকে, থাকে সাথে বিনিদ্র রজনী
ইচ্ছের খুন থাকে পুরানের অলিতে গলিতে
আওয়ারা আকাশগুলো আলোক স্তম্ভ খুঁজে মরে।
উদাসী সুরের টানে, অকারণ চোখ ছল ছল।
যদিও আসে না কেউ,
তবুও জানিয়ে রাখা ভালো।