যদি বলো কচুরী খাওয়াবে
আসুক হাজার বাধা, তবু খুঁজে ওখানেই পাবে
কড়াইশুঁটির পুর ঝুরঝুরে দানা দানা তার
সুগন্ধ দূর দূর, উষ্ণ তেলের পারাবার
কড়াই সম্মোহনী, সেই বাসে এ মন হারাবে।
যদি বল কচুরী খাওয়াবে...
আজীবন কচুরী বিলাসী
তুলতুলে ময়দার গোলা মাঝে বৃদ্ধাঙ্গুষ্ঠ ঠাসি
গোল পুর সপে তাতে, ঢাকবার পরম প্রয়াস
ভালোবেসে বেলে নেওয়া স্বল্প পৃথুলা রেখো খাস
তারপর খুশি খুশি ডুবো তেলে ভাজলেই হাসি
আজীবন কচুরী বিলাসী...
ছোলা ডাল থাকে যদি সাথে
ফেলে দিতে রাজি যদি কোহিনূর হীরা দাও হাতে
কুচো নারকেল ভাজা মিশে থাক, থাক কতিপয়
শুকনো লংকা আর জিরের ফোড়ন ডাল ময়।
একটু গাঢ়ই রেখো, খাওয়ার আসল মজা পাবে
যদি বলো কচুরী খাওয়াবে...