শাশুড়ি ডেকেছে খেতে, আজ ভায়া ষষ্ঠী
এক রোজ ভুঁড়িভোজ নেই তাতে দোষটি।
ভেবে ভেবে পুলকিত আমাদের ঘোষটি,
খাওয়াবে ইলিশ সাথে মাটনের রোস্টই।
“সামলে গিলতে বোসো” বউ করে ফোঁসটি,
“মাকে সামলাও, আজ দেখিও না রোষ টি”
সুগার উর্ধমুখী রোজ খায় রোজ টি
তাবলে কি ছাড়া যায় বার্ষিক ভোজটি?
ডাল তরকারী ভাজা যত গাদা গুষ্টি,
আজকে সাঁটাবে সবই করে প্রাণ তুষ্টি।
বেশী নয় খুব জোর শুধু নয় দশটি।
খাবে আজ রাজভোগ নিংড়িয়ে রস টি,
খাওয়া শেষে জম্পেশ তেড়ে ভোঁস ভোঁসটি,
বিকেলে শ্যালিকা সাথে ফষ্টি ও নষ্টি।
যাই করো কেউ আজ ধরবে না দোষটি
আজকে দিনটা বাপু জামাইয়ের ষষ্ঠী।
খেতে বসে একি হলো উড়ে গেল হুঁশটি,
সাত্ত্বিক নিরামিষ, তাতে নাকি পুষ্টি...
সুগার ফ্রী সন্দেশ সুগার ফ্রী মিষ্টি,
ডাল ভাত পোস্তয় একি অনাসৃষ্টি!
“তুমি নাকি এই খাও বলেছিল বৃষ্টি”
বুঝলে আসলে বউই খাইয়েছে কেসটি।
দাঁতে দাঁত চেপে হাসে আমাদের ঘোষটি
কাটালো করুন মুখে জামাইয়ের ষষ্ঠী।