হাঁই গ দাদা, দেখ্যে এলম আজব বইয়ের মেলা,
পেলাস্টিকে জল ভইরে খায়-ফুচুক, বুঝ্য ঠেলা।
হেঁইসা বিরাট মেলার উঠান, গ্রামটো যাবে ঘুস্যে
লক দেখ্যে তো মাথাই পাগল, গিজ গিজ্যা মানুষে।
গাঁয়ের মেলায় চিরণি ফিতা আয়না পুতুল থাকে,
মিঠাই থাকে লটারি বালা, ম্যাজিক বালাও হাঁকে।
বইলবি কি আর ও দাদাভাই, ই মেলাটো যাতা
ঘুইরে নিলম ইপাস উপাস শুধুই বই আর খাতা।
খাতাও তেমন লাই মনে হয় কেবল বইয়ে ভরা,
গাঁয়ের মেলা অনেক ভালো কত ই যে পসরা।
লক গুলা সব বেজায় পাগল, মাতাল বইয়ের লিশায়
মইরছে ঘুইরে সব কনাতে, ভুইলছে সকল দিশা।
শয়ে শয়ে দুকান দাদা, হাজার লাখে বই
সাজ্যে গুঁজ্যে মিয়া গুলান করতেছে হৈচৈ।
বাচ্চা বুঢ়া সবেই দেখি কৈরছে বাছা বাছি,
কতেক স্টলে বিক্রি দেদার, কতেক তাড়ায় মাছি।
কেউ আস্যেছে বম্বে থাক্যে কেউ বা ব্যাঙ্গালোর,
মানুষ গুলার কাম লাই গ, কইরছে মেলায় শোর।
আসল কথা বুইঝে গেলম, দেশে পাগল মেলা
না মাইনলে, দেখ আস্যে কইলকাতা বই মেলা।