. গহীন বনে আপন মনে
ঘুরতেছিলাম একা,
পথের বাঁকে ঝোপের ফাঁকে
ব্যঘ্রমামার দেখা।
ভয়ের চোটে বোল না ফোটে
ভাবছি করি কি যে,
মুচকি হেসে সামনে এসে
বলেন মামা নিজে।
ভয় অযথা, মনের কথা
কইতে এসেছি,
ক্ষুধার্ত নই আজ সকালেই
হরিন মেরেছি।
মানব জাতি বুদ্ধি অতি
সবার উপর যায়,
পশুর ‘পরে অত্যাচারে
এখন বাঁচাই দায়।
নাও কাড়িয়ে যায় হারিয়ে
মোদের থাকার ঠাঁই,
বন জঙ্গলে মানুষ এলে
আমরা কোথায় যাই?
খাবার দাবার জুটছে না আর
হরিণ, বনের মোষ,
দু এক খানা মানুষ-খানা
খেলেই বাঘের দোষ?
দেয়াল সাজায় আমীর, রাজায়
মোদের জীবন নিয়ে,
মরতে মরতে ঠেকেছি মর্তে
কয়েক শ’ তে গিয়ে।
এমনি করে চললে পরে
সেদিন নাইকো দূরে,
বাঘের ছবি দেখবে সবি
কেবল বইটি জূড়ে।
পশুর সাথে ধ্বংসে মেতে,
করছ সর্বনাশ,
নইলে মোরা বিপদে ধরা
সৃষ্টির হবে নাশ।
এইনা বলে রাজার চালে
চলল মামা বনে,
স্বপ্ন ভেঙ্গে চমকে জেগে
হল কি ভাবছি মনে।