সবে তো বর্ষাকাল অবাধ মেঘের বাড়াবাড়ি,
জলে ভেজা ফুটপাত, খোঁজে ছাত সারমেয় সারি।
রাত ভর টুপ টুপ, সোঁদা গন্ধী মাটি ও আকাশ
হিমেল বাতাসে কাঁপা, ভুখা পেট আর বুকে ত্রাস।
ঝকঝকে রোশনাই ভারী হাওয়া খাবারের ঘ্রাণ
বাঁচার ইচ্ছে জাগে, রাতভর জাগে কচি প্রাণ।
অহরহ অপচয়, করে ক্ষয় বৈভবের ভার
চুপকথা খুব জানে অনাথ বুকের হাহাকার।
খিদেয় খেয়েছে আশা, বেঁচে থাকাটাই গালাগালি
কচি দেহ গিলে খায় ফোটোকপি মেশিনের কালি
নেশায় ঝিমোয় শিশু, সমাজ ঝিমোয় চোখ বুজে
অপরাধ ধরে হাত, বড় করে, খানা দেয় গুঁজে।
বড়দিন বহু দূরে, ক্রুশে চড়ে রোজ পথশিশু
কবিরা এখন কই লেখে নাতো ‘ফুটপাতে যীশু’...