মাছেতে ফর্মালিন মাংসটা ভাগাড়ের
বিরিয়ানী সুবাসিত? শকুন না কাগা রে?
হাওয়াতে ধোঁয়ার বিষ, জলে কি? আর্সেনিক।
ঘাস পাতা খেয়ে বাঁচি? তাতেও রাসায়নিক।
ডিমে নাকি প্লাস্টিক, চালেও গল্প ওই
গিলিয়ে দেদার বিষ নেপোয় মারছে দই।
দেখো গে বিশাল মলে নজরে পড়বে ঠিক
বিষ ফল কম দামী, ভালোটা অর্গানিক।
তা'লে কি ভাবছো খাবে দুধ ঘি ও মিষ্টি?
ইউরিয়া সাবান আর তেলে তাও সৃষ্টি।
তবু দেখ বেঁচে আছি, আছি বেশ খাসা হে
নিন্দে মন্দ করে, কুঁচকিয়ে নাসা হে।
#ফিলিং_প্রায়_ভগবান। যেন অবিনশ্বর,
(কে জানে নামের আগে লাগে কবে ঈশ্বর!)