বহুকাল ভুলে যাওয়া শব্দের পোকা
বেরিয়ে আসতে চায় আচ্ছাদন ছিঁড়ে
কখনো একটেরে রাত আনমনে রাস্তা হারায়।
চলতে চলতে চলতে, একদিন হাত ছেড়ে যায়...
অভ্যেসের নিরিবিলি চোখে,
আলগোছে ঘর বাঁধে অচেনা দৃষ্টির কালো ঝড়।
নয়ন তো মেলে, তবু নজর মেলে না কোন ভাবে।
বারবিকিউয়ে সেঁকে নেওয়া নিরামিষ মন,
দারুর আগুনে খুঁজে ফেরে
সেই সব জংগুলে লাল কাঁকড়ের দিন।
লাটা ফুল, মহুলের বাস
ঘুরে ফিরে থাকে আসে পাশে, আশকারা দেয় খালি পুরনো সময়।
ঘর বাড়ি চৌহদ্দি, ব্যাংকের খাতা, পরকীয়া
বড় বেশী হুলুস্থুলু, বড় বেশী ক্ষয়াটে আবেগ। বেহিসাব...
পিৎজার চীজের মত
সম্পর্কের সুতোগুলো ধীরে ধীরে ছিঁড়ে ছিঁড়ে যায়
লেগে থাকে বিরক্তি সমান।
ঘুণ ধরা খেরোখাতা ফুঁড়ে আসে হ্যারিকেন সাঁঝ,
ফিরে আসে কুর্চির বাস, বাঁশঝাড়ে বাতাসের মৃদু হাহাকার।
দূষিত সময় জুড়ে শুধু অবক্ষয়, মিলাবট হয়েছে তুমুল।
তাও মন খুঁজে ফেরে গহিন সাগরে
সে কিশোরী রাত।
একটা কবিতা লেখা যাক।