একদিন ঠিক চলে যাবো
চলে যাবো ছেড়ে ছুড়ে ইঁট কাঠ লাশের শহর।
যেখানে তোমরা বাঁচো সামাজিক কৃত্রিম রোজে।
এ নিয়ন বাতি আর বাস ট্রাম, ভালো সাজা খেলা
ছেড়ে যাব সব কিছু,
ছেড়ে যাব সবুজের খোঁজে।
একদিন ঠিক চলে যাব।
চলে যাব সেই খানে, যেখানে ঝিলের পারে ঘাস,
যেখানে চড়ুই আর শালিকের ডানা ছোঁয়
আনমনা বাউল বাতাস।
যেখানে সাঁঝের আগে
লাল কাঁকরের পথে জেগে থাকে কিশোরীর ঘ্রাণ।
জীর্ণ কাঠের সাঁকো পার করা ভোর বেলা
সোনা রোদে জীবনের গান।
যেখানে বটের ছায়ে সুখ খোঁজে অনাদির গাই
তেমন নিস্তব্ধ পথ, ঠাকুর দালান বুঝি
দেখি নাই,
বহু বহু দিন দেখি নাই।
তাই মনে সাধ হয় ঝিঁ ঝিঁ ডাকা দুপুরের শেষে
তন্বী যুবতী সাঁঝ ছুঁয়ে থাক
ছুঁয়ে থাক এ দুই নয়ন।
জোনাকের তারা ভরা রাতের স্বপ্ন দিয়ে যাক।
দিয়ে যাক সুগভীর ঘুম,
নিবিড় নিঝুম।
একদিন ঠিক চলে যাবো,
চুকিয়ে পাওনা দেনা, ছুঁড়ে ফেলে শহুরে লিবাস
এখানে বাতাসে বিষ, এ শহরে ফোটে না যে কাশ।