চুপি চুপি মৃদু পায় আলগোছে ঈদ এল ঘরে
এবারে খুশির ঈদ চার দেয়ালে ও অন্তরে
অনিশ্চিতের হাওয়া এখনো বইছে চারিদিকে
এখনো মৃত্যুভয়, দৃষ্টিতে সংশয়,
এবারে খুশির ঈদ ফিকে।
এ ঈদে ফিরেছে ঘরে একে একে যত পরিযায়ী
পায়ের এঁকেছে ছাপ, দেশ জুড়ে, খোঁজে নি তো দায়ী
এ ঈদে খুশির সাথে আগামীর ভয় আছে মিশে
হয় নি নতুন জামা, জীবনে থমকে থামা
দেয় বুঝি পদতলে পিষে।
এ ঈদে খুশির সাথে নিঃশ্বাস যেন অভিমানী
পানসে সিমাই লাগে স্বাদ হীন কেন বিরিয়ানী
প্রকৃতি কুপিত আজ, কে উঠেছে তার সাথে পেরে?
প্রলয় ঝঞ্ঝাবাত, এল বুঝি কেয়ামত
যা ছিল তুফান নিল কেড়ে।
তবুও খুশির ঈদ, আশার চিরাগ জ্বালে মনে
থেমে যাবে এই ঝড়, হাসবে আবার প্রিয় জনে
পৃথিবী শান্ত হবে আগের মতোই, নেই শক
আবার মিলবো গলে, ঈদের খুশির ছলে
ভালো থেকো। ঈদ মোবারক...