এই যে শোন, নাম কি তোমার, সোম না রবি?
যাই হোক নাম শুনতে আমার বয়েই গেছে,
চুড়ুক দাড়ি পাকিয়ে কি সব আঁকছ ছবি
সত্যি কথা সত্যি হলেও বলতে আছে?
নাহয় বর্ষা পার করেছি কয়েক কুড়ি
তাই বলে কেউ পড়ায় মনে এমন করে?
জন্মদিনের দাও বাহানা বাজিয়ে তুড়ি
খুল্লা এসব বলতে হবে এতই জোরে?
তারপরে ওই পর্ণমোচী আনলে টেনে
ক্লোরোফিলও কম পড়েছে এখন নাকি,
মারলে উঁকি বুকে, হতে অবাক জেনে
নিত্য নতুন পত্র বাহার আগলে রাখি।
কে বলেছে তোমায়, আমি প্রেম করি না
আমার প্রিয়ার আমার সাথেই বসত বাটি,
একটু ডরাই, সুযোগ পেলে ধার ধারি না
সামনে উনি, লেজুড় হয়ে সদাই হাঁটি।
যতই দেখাও ওষুধ টষুধ ওমেজ ডি ও
একটু খানি জ্ঞান দিয়ে যাই লেখক কবি,
বাড়ুক বয়স, মনটা শুধু সামলে নিও।
কি যেন নাম বললে তোমার, সোম না রবি?