দুই বিনুনি লাল রিবন আর ইস্কুলেরই ফ্রক
হাত টানা ওই রিক্সাতে তুই, আমার পাড়ার রক।
ফিরবি কখন মুখস্থ ঠিক, তিনটে দশ কি বিশ
আমার হাতে ইয়ো ইয়ো, ঠোঁট পাকিয়ে শিস।
বিকেল হলে বুকেতে বই, রতন বাবু স্যার,
আমার মুখে হিন্দি কলি, দিল ইয়ে মাঙ্গে প্যার।
পাড়ার গলি ক্রিকেট লড়াই, আউট হওয়ার শোক
ঝুল বারান্দা, হঠাৎ উঁকি সলাজ দুটো চোখ।
শুক্রবারের সন্ধ্যা বেলা, নাচ মহড়ার ধুম
ঝিনিক ঝিনিক নুপূর বাজে, আমার উধাও ঘুম
দুর্গা পুজোর জলসা, গান ও নৃত্য পিঠোপিঠি
আমার তখন প্রথম সারি আমার মুখে সিটি।
স্কুল পেরিয়ে কলেজ হল তোর পরনে শাড়ি
আমার তখন রাত্রি বেঘুম, আমার ফাঁকা হাঁড়ি।
বাজল সানাই চাঁদপানা মুখ, সিঁথির মাঝে লাল
আমার তখন হাড়ভাঙ্গা দিন, ধরতে হবে হাল।
মধ্যিখানে অনেক লড়াই অনেক অত্যাচার
লক্ষ্মীমন্ত তুই, আর আমি পথ খুঁজি বাঁচার।
হঠাৎ দেখা তোর সাথে আজ ঢলঢলে সেই মুখ
কানের পাশে ঝুমকো চুলের, আমার পাষাণ বুক।
আজ আমি তুই সাথেই পথে, আজকে আছে ল্যাব
তোর সাথে হাইস্কুলের ছেলে, আমি চালাই ক্যাব।