দু চার কথা বলব বলেই বেরিয়েছিলাম তোমার খোঁজে
মাঝখানে সব সোমত্থ দিন হাত ধরে টান মারল কেন?
অসভ্য ওই খাম খেয়ালি দুপুর গুলো বেজায় কুটিল
তোমার বাড়ির পথগুলো সব গুলিয়ে দিল কেমন করে।
ভাবতে পারো আমায় বোকা, ভাবতে পারো অবুঝ মতন
আতর মেঘের পরলে পরত এ মন জানি আড়াল খোঁজে,
হামলে ওঠা দেয়াল গুলো দেখলে আমায় তাকিয়ে থাকে
ভাবতে তোমায় আলস্যি খুব নিদ্রাতে প্রাণ চক্ষু মোদে।
তাই বোলে একদম ভেবো না ক্ষান্ত দিলাম তোমায় চাওয়ায়
দু চার যতি অনভ্যাসের। সাধ পুরোব পণ করেছি,
যতই থাকুক আসমানি মেঘ যতই ঝরুক বৃষ্টি অঝোর
বলব ঠিকই দু চার কথা, আসবে সেদিন, তোমায় ছোঁব।