দরকার দরকার বোল না হে সরকার
দরকার কত কিছু, হচ্ছে কোথায় আর?
দরকারী শীতকালে তেড়ে ফুঁড়ে ঠান্ডা
দরকারী ভাত ডাল তরকারি আন্ডা।
যাদের পকেটে মাল, দরকারও অন্য
বিরিয়ানি বারগার আছে তাঁর জন্য।
দরকারী এ সময়ে যাওয়া বনভোজনে
দরকারী বড় হওয়া ভাবনা বা ওজনে।
ঠাকুমার অকারণে চিল্লানো দরকার,
প্রাসাদে অসুখী কেউ, নেই কুঁড়েঘর কার।
কারো কাছে দরকারী তীর্থের যাত্রা
কেউ বা ফরেনে যায় জাভা বা সুমাত্রা।
কেউ খোঁজে লাউমাচা কেউ চায় পুঁইশাক
দুবেলা স্যালাডে কারো ব্রোকোলির হাঁকডাক।
কেউ চায় পাঁচতারা, কারো শুধু খাদ্য
কেউ খোঁজে সুর কেউ অকারণ বাদ্য
ভোট দরকারী খুব নেতাদের স্বার্থে,
ঘোঁট করে জোট করে মালকড়ি ঝাড়তে।
কেউ চায় ক্ষমতা হে, কেউ খুব নাম চায়
দরকারে সকলেরই কাটে রোজনামচা
প্রয়োজন বদলায় বুঝেছ হে সরকার
তোমার বিলাস যা তা অন্যের দরকার।