সেই রাত সেই দিন সময়ের চেনা পাখসাট,
সব লেখা ছেঁড়াখোঁড়া
ভালোবাসা গোপন মলাট।
ছেঁড়া পর্দার নাম যদি বা দোলন চাঁপা দাও
তাতে কি মিটবে শখ,
ফাঁক দিয়ে যতই তাকাও।
ঘুরিয়ে ফিরিয়ে বলা এক কথা
কত যে লুকোবে
সাঁঝের বয়স হলে
আবছায়া আলোয় শুকোবে
যতই বাহারি গ্লাস, মদিরায় মিশে গেলে জল
হয় না আবেশ খোঁজা,
এলোমেলো যত কোলাহল।
প্রেমের আগরবাতি জ্বলে জ্বলে
বুকে দেয় ছ্যাঁকা
হাজার লোকের ভিড়,
পথ তবু চিরকালই একা।
তাই তো ফুলের বাস,
জোছনার চুঁয়ে পড়া আলো
শব্দ আনে না মনে, যা যা কিছু
লেগেছিল ভালো
লেখারা চেঁচিয়ে বলে,
নয়া কিছু খোঁজ হে মানুষ
কত আর ছেঁদো কথা,
থোড় বড়ি খাড়ার ফানুস।
বড় দোটানায় আছি,
চোখ খুলে কানামাছি,
কি লিখি কি লিখবো না
ধুসসস...