খামে বন্ধ চিঠি যেন, ছেয়ে আছে
রহস্য বাতাসে
ঘুম ঘুম ধোঁয়াশায়, আলস্যে শীত বুঝি আসে
লেবুর পাতার ঘ্রাণ
লাল মাটি, একলাটে পথ
ফুল ফোটে ঝরে যায়, পুরোনো শপথ
তবু মনে পড়ে, আলগোছে তুমি চলে গেলে
গল্পে মোচড় ছিল,
ভালো মেয়ে, এক বোকা ছেলে
বলেছিলে তুমি,
জীবনের মত জেনো প্রেমও মরশুমী
আঁকড়ে থেকো না পরবাসে
স্মৃতি তো বাঁশের পাতা, ঝরে যায়
ঝরে যায়
হিমেল বাতাসে
পাখিদের হুল্লোড়, হেঁকে যাওয়া সেই ফেরিওয়ালা
জানালায় উচ্ছিষ্ট ভুলে যাওয়া চায়ের পেয়ালা
এইসবে শীত জমে,
টুপ টুপ
জমে শীত অবসর পেলে
না ছোঁয়া ঠোঁটের মত অবশেষে কল্পনায় এলে
এর পর থমকাই, ভাবি আজ এইটুকু থাক
কিছু দুঃখ পোষা ভালো, কিছু ছবি,
নিভে যাওয়া রাখ
কিছু স্মৃতি তেতো তবু ভালো যেন ব্যথার সনেট
ওম খোঁজা শীত আর স্মৃতি,
আহা ডার্ক চকোলেট...