ভয় ঢুকেছে সবার মনে বিশ্ব জুড়ে ভয়ের ত্রাস,
লোহার বাসর ছিদ্রে ভরা কাল নাগিনী নিচ্ছে শ্বাস
ছড়ালো বিষ আপন ও পর না জেনে আর না বুঝে
বিশ্ব দাদা সব কুপোকাত পায়ের ফাঁকে ল্যাজ গুঁজে
যুদ্ধ ভীষণ এক লেগেছে বিশ্ব জুড়ে সব খানে
শত্রু কোথায় যায় না দেখা, পায় নি ওষুধ বিজ্ঞানে
এই যুদ্ধে সৈন্য সবাই লড়ব লড়াই এক সাথে
দূরে থাকো, অন্তঃপুরে, পারবে তবেই সামলাতে
প্যানিক করার নেই প্রয়োজন, একটুখানি সাবধানে
ভিড় এড়িয়ে, না বেরিয়ে, ঘরেই থেকো এক খানে
হাঁচি কাশি নয় করোনা, কিংবা সাদা জ্বর জারি
শ্বাস কষ্ট ও প্রবল জ্বরে মারছে কেবল এই মারী
বাইরে গেলে মুখ ঢেকে নাও, হাত দিও কম চারপাশে
মুখ ছুঁয়ো না, কেইবা জানে, কোথায় ভরা ভাইরাসে।
হাত ধুয়ো ফের ফিরলে ঘরে অর্ধ মিনিট খুব ডলে
স্যানিটাইজার নাই বা থাকুক সাবান হলেই যায় চলে
হাঁচি কাশি তাও যদি হয়, কনুই ভাঁজে সারবি ভাই
থুতুর কণা আটকে রাখার এর চে' ভালো উপায় নাই।
অনেক নিদান ঘুরছে দেশে, নুস্কা দিচ্ছে নিম হাকিম
আন্দাজে সব ঢিল মেরে যায়, ফাঁসলে পরে অত: কিম।
লড়াই এ এক, লড়তে হবে জিততে হবে। বুঝলি এ?
বিষ করোনা তুলছে ফনা, মারতে হবে কুচলিয়ে।