ছন্দ
পায় যদি খুব ভোরে
উষ্ট্রাসনে নামতা পোড়ো
শিল নোড়া দাও দোরে।
যদি
সকালে ছন্দ পায়,
পৌনে পাঁচ খানা লঙ্কা ও দানা
খাইও চন্দনায়।
যদি
ছন্দ আসে দুপুরে,
খুব সাবধান অপেরার গান
গেও ভাটিয়ালি সুরে।
যদি
ছন্দ আসে বিকেলে,
গামবুট পরে বর্ষাতি মুড়ে
যেও পুরী সাইকেলে।
ছন্দ
সাঁঝবেলা যদি চাপে,
খিচুড়ি বানিও দেড় মণ যেন
ভুল হয়নাকো মাপে।
যদি
রাত্রে ছন্দ আসে,
বেহ্মদত্যি আসবে সত্যি
নস্যিটা রেখো পাশে।
যদি
ঘুমিয়ে ছন্দ পায়,
চোখ বুজে লেখো যেন মনে রেখো
ফেসবুকও কাঁপায়।