ইদানীং বড় চলছে দ্বন্দ্ব ছন্দাছন্দ নিয়ে,
কেউ বলে সেটা মিনমিন করে কেউ বলে গর্জিয়ে।
ছন্দ মোটেই মন্দ তো নয় ছন্দটা লাগে বেশ,
নানান চালের শব্দ জাগায় নানান ভাবের রেশ।
ছন্দ মানেই তালের বাহার ছন্দ মানেই লয়
মায়ের কণ্ঠে জীবনে প্রথম কাব্যের পরিচয়।
ছন্দ মানে সপ্ত রঙের রামধনুর ওই ছটা,
কুলুকুলু রব নদীর কিংবা ঢেউ ভাঙা শব্দটা।
মানছি সবাই, নয় বলে তাই ছন্দই শেষ কথা
কাব্যের মানে জাগায় যা প্রাণে ভাবাবেশ আকুলতা।
পারে হতে সেটা মুক্তগদ্য, এলোমেলো কিছু শব্দ
নয় মন ছোঁয়া রূপক ধর্মী বিমূর্তে উপলব্ধ।
কাব্যকে কোন বাঁধনে বেঁধোনা কাব্যের নেই দায়রা
কাব্য তো এক কালবৈশাখী, আকাশের ওড়া পায়রা।
আসল ঠিকানা হৃদয় কুটির, পথ যাই হোক যাও না,
কেউ যদি চায় চেনাতে সে পথ, ভুল মনে হয় তাও না।
যার যেটা লাগে ভালো তাই কর, মন কষাকষি থাক
আসরের বুকে জায়গা সবার, কলহ বিবাদ যাক।
সব শেষে এক দৃঢ় বিশ্বাস যাই বলে আমি বার বার
নিয়ম ভাঙাটা করতে সহজ, নিয়মকে জানা দরকার।