বহুদিনের অনেক চাওয়ার পরে
হঠাত যখন বৃষ্টি আসে নেমে,
জল চোঁয়ানো কাকভেজা অন্তর এ
উপচে ওঠে মন-খারাপি প্রেমে।
মেঘলা দিনের উদাস বাতাস মনে
ঝিম মেরেছে গা-জোয়ারি বেলা,
আমের পাতাও গা ধুয়ে অঙ্গনে
খেলছে সবুজ রঙ ছেটানো খেলা।
এমন দিনে বৃষ্টি ভেজা ভালো
পড়ুক ঝরে চোখের পাতায় জল।
আকাশটা নয় এমনি থাকুক কালো
কুর্চি ফুলে স্মৃতির দু-চার পল।
ভিজতে গেলেই হয় না ভেজা আর
শরীর ভেজে মন ভেজে না দেখি,
ভেজে উঠোন ভেজে এ ঘর বার
ভিজলে বুঝি তফাত আসল মেকির।
পাছ পুকুরে বৃষ্টি টুপুর টুপ
বুক ভরেছে গন্ধে ভেজা মাটির,
ভেজা আকাশ ধমকে বলে চুপ
ঘুমের নেশা, ডাকছে শীতল পাটি।