আম্মো সেদিন গেলুম বিশ্বকাপে
বলব কি আর দুরন্ত হই চই
এদিক সেদিক ফুচকা, রোলের ঠেলা
শালের খালায় ঘুগনি ও টক দই
এইসা বড় স্টেডিয়ামের খাঁচা
ঠিক সেরকম, ছবির মত, জানো
নানান রঙে জমকালো চমকিলা
ঠিক যেন এক জামবাটি ওল্টানো
"টিকিট কোথায়?" ধরলো গেটে ভুতো
যেই বলেছি ওসব কিছুই নেই
হতচ্ছাড়া বললে "দু হাত তুলে
দাঁড়া, তবে কাতুকুতুই দিই"
হাসতে হাসতে যেই না গেছি ঢুকে
সামনে দেখি এক গোরা বিদেশি
গোমড়া মুখে চিবোয় বাদাম ভাজা
চেনা চেনা... হায় রে এ যে মেসি
আমায় দেখে বললে নেড়ে মাথা
"কাঁচা বাদাম, এক্কেবারে যাতা...
এসব খেলেই নিঘঘাত পেটভার
ছিটকে গেছে ওদিকে নেইমার"
টপকে ওকে যেই না গেলাম আগে
সিআর সেভেন ফুঁসছে দেখি রাগে
বলছে "বলে যতই মারি লাথি
গড়ায় খালি এ কি রে বজ্জাতি!"
কেমন বল এ রোনাল্ডো খায় খাবি
বল কোথা হে, সব দেখি বাতাবি...
যাক সে কথা, পরে নাহয় ডেকে
বলব আবার সে সব সবিস্তারে
মোদ্দা কথা বিশ্বকাপের মাঠে
দারুণ মজা এই বারে কাতারে
খেলাও সে যা হল আহা বাহা
চরম গতি, দারুণ দারুণ গোলে
কিন্তু ইয়ে, ওয়ার্ল্ড কাপের ম্যাচে
খেলছে মোহন বাগান ইস্টবেঙ্গলে?