উত্তেজনায় কাঁপছি দেখ খাচ্ছি খাবি খপ করে,
বিকেল সন্ধে রাত্রি কাটে টিভির সামনে জপ করে।
বিস্ফারিত চক্ষু গোলক, পারলে নিজেই যাই ঢুকে
বিশ্বকাপের নেশায় পাগল বলছে বলুক নিন্দুকে।
সত্যি কথা ঘুরছে মাথা ফল দেখে বোম চক্করে
জার্মানি যে হার মেনেছে, গোল খেয়েছে ক্যাক করে।
খুলল খাতা রোনাল্ডোদা প্রথম ম্যাচের হ্যাটট্রিকে
খেলল ব্রাজিল, ভরলো না দিল ম্যাচ লেগেছে রাম ফিকে।
ওই যে মেসি? নয় বিদেশি, ঘরের ছেলে প্রায় সে তো,
পেনাল্টিটাও ছাড়লি বাবা, কাটলো যে নাক বুঝবি তো!
দেখছে নয়ন, ভরছে না মন, দেখছি রে ভালবাসিয়া
তাও তো বলি মান রেখেছে, সেই আমাদের রাশিয়া।
তাকাচ্ছ কি? ভাবছ নাকি, জানিই বা কি ফুটবলের
দেখিয়ে দিতুম শিখিয়ে দিতুম ব্রাজিল আপনা দেশ হলে!
হচ্ছে যা যা বুঝছি খাসা, বুঝছি প্ল্যান ও ট্যাকটিসও
নেহাত কাবু ভুঁড়ির ভারে, বাদ পড়েছে প্র্যাকটিসও।